হলুদিয়া
শরীফ এলাহী
আমার ও ইচ্ছা ছিল
হলদে বাতি বানাবো
হলুদ আলো তোমার
মুখের উপর পড়লে
কেমন লাগে পরখ করবো
তোমার ভালোবাসার
সপ্ত রঙ্গে হলদে রঙ্গের
অভিস্রবণ তোমাকে
করে তুলে উতালা
তোমার মুখের প্রকৃতি
সুন্দরকবি ও কবিতারা
থেকে হয়ে গেছে হলদে সুন্দর
তোমার মুখে মাঝে শুনি আমার
ভালবাসায় ফিকে রং ধরেছে।
আমাকে ও হলুদ ভালোবাসায়
ডুব দেওয়ার কথা বললে বলি
তুমি হলুদিয়া পাখি
তুমি আমার বুকের ভেতর
থাকো হলদে রঙ হয়ে
মিশে থাকো আজীবন।