হজ্জ
কাব্যশ্রী মো. নজরুল ইসলাম
ধনী লোকে হজ্জ করে কাবা ঘরে যায়
মোমিন বান্দা আমলে পূণ্যের অর্জন
আল্লার আদেশ মেনে অন্যায় বর্জন
হজ্জ করে হাজী হলো কর্মে দেখ তায়।
আমলের গুণে হাজী ধর্মে কর্মে পায়
হক হালালের টাকা হজ্জের তর্জন
ধার্মিক কর্মীরা কাজে ঈমানী গর্জন
মক্কা মদিনার পথে ছুটে যেতে চায়।
সামর্থ্য বান ব্যাক্তিরা মোমিনের বেশে,
হজ্জ করে পূণ্য লাভে পাপ হরে শেষে।
গোনাহ মাফের হজ্জে আল্লাহর বান্দা,
আল্লাহ প্রেমিক মতি রহমতে ভালো ;
জাগতিক লোভী ভাব বিনিময় আন্ধা,
ধার্মিক হাজী খেতাব দরকারি আলো।