1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১০ পূর্বাহ্ন

স্লোগান যার শাড়ির আঁচলে (কোঠা আন্দোলন) সৈযদ জাহিদ সরোয়ার গাবতলা,আটরা,ফুলতলা,খুলনা

  • প্রকাশিত: শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

স্লোগান যার শাড়ির আঁচলে
(কোঠা আন্দোলন)

সৈযদ জাহিদ সরোয়ার
গাবতলা,আটরা,ফুলতলা,খুলনা
17/10/2024

তার শাড়ির আঁচলে লুকানো ছিল না শুধু লাজ-
ছিল একেকটি আগ্নেয় স্লোগান:
“বৈষম্য চাই না, ন্যায্যতা চাই।”
সে যখন হাঁটছিল রাজপথে,
জুতোজোড়া ভিজছিল চোখের জলে,
তবু পা থেমে থাকেনি একবারও।
তার চুলের খোঁপায় ছিল না কাঁটা-
ছিল প্রতিবাদের কাগজ,
যা ছিঁড়ে দিয়েছিল বহু পুরনো নীরবতার চুক্তি।
সে ছিল না কোনো সংগঠনের মুখপাত্র,
তবু তার কণ্ঠে জেগেছিল হাজার জনতার মিছিল।
তাকে দেখে আরও লাখো নারী ছিঁড়ে ফেলেছে ভয়,
শাড়ির আঁচলে বেঁধে নিয়েছে সাহস।
যদি কেউ ভাবে সে কেবল ঘরের আলো-
তবে তারা জানে না,
সে আলো দিয়ে লেখা হয়েছে একেকটি বিপ্লবের ইতিহাস।
এ কবিতা নয়,
এ এক অগ্নিশিখা,
যা ছুঁয়ে যায় সময়কে- নিঃশব্দে, অথচ অনড়।

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট