স্বার্থের অভিশাপ
স্বপন আহাম্মেদ
মান কমেছে মানি লোকের
কদর কমছে ধীরে
বিলিন হচ্ছে সভ্য সমাজ
অসভ্যতার ভিড়ে।
শাসন করছে মূর্খ লোকে
শিক্ষিতরা দেখে
গুজব এখন সারা দেশে
ফেসবুকেতে লেখে।
বিচার এখন হয়না গ্রামে
ঘুষ দিয়ে কাজ চলে
আপোষ করে টাকা নিয়ে
ভুক্তভোগী বলে।
মনগড়া সব রীতিনীতি
চলছে এখন ভাই
গুণীর কদর নাইরে এখন
আগের মতন হায়!
চলছে সমাজ এমনি করেই
বুকের মাঝে কালো
শিক্ষা নীতি ঘুমের মাঝে
স্বপ্নে দেখে আলো।
সোজা জিনিস উল্টা পথে
স্বপন ভেবে কয়,
আপন মানুষ স্বার্থে পাগল
দুঃখ কি আর সয়?