1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪১ পূর্বাহ্ন

স্বপ্ন ভঙ্গ। কবি:রকিবুল ইসলাম। ২৬.০৫.২৫।

  • প্রকাশিত: সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

স্বপ্ন ভঙ্গ।
কবি:রকিবুল ইসলাম।
২৬.০৫.২৫।

মহারাণী!
কষ্টের পাহাড় ডিঙাতে গিয়ে বারবার নিপতিত হয়েছি তার পাদদেশে নিদারুণ ভাবে।
চেয়েছি উঠে দাঁড়াতে প্রতিবার আশায় বুক বেঁধে।
পারিনি ব্যর্থ আমি!
অত:পর,চলতে চেয়েছি খুঁড়িয়ে খুঁড়িয়ে।
কিন্তু,গন্তব্য!সে তো সুউচ্চ!বহুদূর!
হাঁমাগুড়ি দিয়ে কি আর সে লক্ষ্যে পৌঁছানো যায়?
হয়ত যায়,নয়ত নয়।
ততদিনে লক্ষ্যটা তার কেন্দ্রে স্থির থাকলে হয়!
তবে,আশার পাখিটাকে নিরাশার ধু ধু বালুচরে ডুবে যেতে দিইনি কভু।
তোমারে পাওয়ার লক্ষ্যে পৌঁছানোর আশা বলে কথা!
এগিয়েছি শম্বুক গতিতে।
তবু বয়েছি আশার ভেলা,ধীরালয়ে অতি সাবধানে।
পাছে একটু অসাবধানতায়,একটু হেলায় তোমায় হারায়!
তাইতো,বারবার চেষ্টা করি।
আবার যখন পড়ি,আবার উঠে দাঁড়াই।
আবার দর্শি নব স্বপ্ন!বারবার যদিও তা হয়
ঘুম ভেঙে গিয়ে-“স্বপ্নভঙ্গ!”

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট