স্বপ্নের ক্যানভাসে
ইমরুল কায়েস লালটু,
খুলনা জেলা ফুলতলা।উচ্চ
একটা তোমাকে মনের গহীনে
স্বপ্নে আঁখি চাঁদের সাথে তোমার
তুলনা করলে তোমাকে দেয়া হবে ফাঁকি।
আমি জোসনা সবল ভ্যালাই ভাসি,
একটা তোমার মনের জন্য মেয়ে
হৃদয়টাকে যত্নে তুলে রাখি।
আমার দেয়া তোমার একটা নাম থাকুক।
নদী কিংবা সংযোজন স্থলে
মেঘের মেয়ে নদীর সঙ্গে
জল তরঙ্গ খেলা, আমার দেখা
একখানা জলরঙে আকা মুখ,
থাক না হয় আমি হারিয়ে গেলাম
একাই উরু হয়ে তোমার মুখখানি নিয়ে সন্ধ্যা তারার সঙ্গে।
আমার দেয়া সেই নামটা থাকুক
সে নামেই তোমায় ডাকবো আমি
আমার কল্পনা সাগরে ভেসে।
প্রেম ছিল গোপন বিভোর,
প্রেম ছিল শালুক পাতায়,
প্রেম ছিল পদ্মফুলের
সোনাচুলা সাপটির মনিকোঠায়।
ভালোবাসার প্রেম কি এক?
প্রেম তো ছিল বাসন্তী লতার
ছেঁড়া খাতায় বীর্য মাখায়।
প্রেম ছিল টিনেজ মেয়েটির
বইয়ের পাতার ফাঁকে ফাঁকে
গোলাপের শুকনো পাপড়ি ঝুকায়,
প্রেম ছিল পড়ার ফাঁকে স্বপ্ন মুখটি একে পাওয়ার নেশায়।
একটি মোমবাতি তুমি কেন
বুকের ভেতর এত প্রেম নিয়ে
নিঃস্ব হও তিলে তিলে,
অনাকাঙ্ক্ষিত ভালোবাসা পাওয়ার আশায়।
আমার আর তোমার ভেতর
তাহলে তফাতটা কোথায়।
জীবনটা যে পদ্মপাতা শিশিরবিন্দ
তুমি যে হয়ে আছো, এই অধ্যায়ের
অবশিষ্ট শেষ অংশবিন্দু।
মাইলস্টোনের পুরনো f7 এ
ভালবাসাও ছিল পাইলটের জীবন,
এক মাস আগে তাদের বিয়ে,
প্যারাসুট নিয়ে ঝাঁপিয়ে পড়ে নি
কোন দুর্ঘটনা না হয় সে প্রেমের টানে
সখি ভালোবাসা কারে কয়
কুলটি শিশুর জীবন বাঁচাতে
মেহেরুন আপা জীবন দিল
সেটা কি ভালোবাসা নয়।
পবিত্র ভালোবাসা শরীরে নয় অন্তরে,
তাই তোমার মুখে অন্য কারো
প্রশংসা শুনলে হিংসায় জ্বলে পুড়ে
হৃদয় রক্তক্ষরণ শুরু হয়।
আমি আছি থাকবো
প্রেম শিখা অন্তরে গহীনে জ্বালবো,
তোমার অনুপস্থিতে ছটফট করব,
মোবাইলের বাটনটা অবিরাম চাপবো,
প্রেমে প্রস্ফুটিত গলা না সোনা পর্যন্ত
এদিকে ওদিকে ছটফট করবো।
তোমার দেখা পেতে প্রশান্ত মহাসাগরে ঝাঁপ দেব,
উত্তপ্ত মরুভূমিতে রথযাত্রায় নাহি নিব।
তবুও স্বপ্নের ক্যানভাসে যাকে আমি আঁখি তাকে খুঁজে আনব।