“”” সেদিনের প্রেম”””
কলমে-মোঃ ইউনুছ আলী
তারিখ-১৬/০৮/২০২৫
কি যে বেদনার কতনা চিহ্ন
ধীরে ধীরে মন জাগে,
আজ দেখি যারে এত শোভাময়
কোথা ছিলে তব আগে?
এই তো জীবন জীবনের মানে
আজ পাই তাই টের,
আসনি কেন এই তুমি সেই হয়ে
অতীতে আবার ফের !
জানিতো কেহ আসিতে পারেনা
এই তো নিয়ম তার,
ভালোবাসা প্রেম যতই করোনা
সে কি আসে বারবার!
জীবনের কোন অলোক অজ্ঞাতে
মিলে ছিলো চোখেচোখ,
ভয় ছিলো বেশী উটতি বয়স
দেখেনিলো নাকি লোক!
কতনা প্রেমের কত সে চেতনা
বুকটাতে ছিলো ভরা,
হয়নিকো বাসর সজ্জা স্বপন
পড়ে যাই বুঝি ধরা!
আসলে মায়ার সেই ছিলো প্রেম
আজ শুধু মনে ঢং,
এখন কি আর সেই প্রেম হয়
আজিকে সে প্রেমে রং!
সঃসঃরকা-আগস্ট-১৪/১৭/
সং১৬/২৫/প্র-২