সৃষ্টিকর্তার দান
আব্দুল ওহাব
তারিখ : ১৪.০৮.২৫
বাদল এলো গুনগুনিয়ে
আবার নিয়ে বান,
আকাশ যেন ঢালছে পানি
সতেজ হলো প্রাণ।
মাঠ ভিজিয়ে ফল ফলানো
সৃষ্টিকর্তার দান,
গাছগাছালি পাখপাখালি
গায় আল্লাহর গান।
পুকুরে জল নদীতে জল
মাঠ হয়েছে তল,
খোদার দানে প্রাণ পেয়েছে
শ্রাবণ ধারা জল।
মন বসে না ঘরের কোণে
উদাস হলো মন,
এসো সবাই হাতটি ধরে
ভিজি একটু ক্ষণ।
বাদল দিনে পড়ছে মনে
জীবন বোধে সব,
কী রহমত খোদার জলে
কত দয়াল রব!