1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন

সামনে স্বাধীনতা!” কলমে- জাহিদ সরোয়ার ২৮/৭/২০২৪

  • প্রকাশিত: রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

সামনে স্বাধীনতা!”
কলমে- জাহিদ সরোয়ার
২৮/৭/২০২৪
তোমরা যারা আকাশ ছুঁতে চাও,
তোমরা যারা চাঁদে হাত বাড়াও,
তোমরা যারা দিনের আলোয়
নিজের অধিকারের দাবিতে জ্বলে ওঠোসামনে স্বাধীনতা!” কলমে- জাহিদ সরোয়ার ২৮/৭/২০২৪
এই পৃথিবী তোমাদের চিরদিনের।
কোঠা আন্দোলন, হোক সে গোপন ঘরের ফিসফিসে কথোপকথন
নাকি রাস্তার মাঝখানে কাঁপানো স্লোগানের বিস্ফোরণ—
মেয়েদের কণ্ঠে ওঠে একটাই আহ্বান:
“পিছনে বাধা, সামনে স্বাধীনতা!”
বাড়ির দরজা খুলে,
জানালার শিকল ভেঙে,
তোমরা এগিয়ে চলো,
কণ্ঠে আওয়াজ তুলে:
“আমাদের অধিকার আমাদের হাতেই,
আমাদের ইচ্ছা আমাদের মাটিতেই।”
মাটির ভিতর যে শেকড় পুঁতে রেখেছিলে
তাই আজ মহীরুহ।
যে কণ্ঠগুলো থামিয়ে রাখতে চেয়েছিলো
তাদের দমনে জন্ম নিয়েছে
হাজার কণ্ঠের মহা ঝড়।
পিছনে টেনে ধরার চেষ্টা যতোই করুক,
তোমরা জানো—
এটা কেবল শুরু।
তোমাদের চিৎকার, তোমাদের হাঁকডাক
আজ বদলে দিয়েছে রাতের নিরবতা।
স্লোগানগুলো এখন বাতাসে ভেসে বেড়ায়—
“আমাকে পড়তে দাও, আমাকেও হতে দাও দেশের সম্পদ”
“আমার গায়ে হাত তুললে, বিদ্রোহ দেখবে চোখে চোখে,”
“আমরা সমান, সমানই থাকব,”
“নারী নয়, আমি মানুষ— পূর্ণ স্বত্তা!”
তোমাদের মুখের কথায় জেগে ওঠে জনসমুদ্র,
তোমাদের লড়াইয়ে খুলে যায় খাঁচার দরজা।
এই জাগরণ শুধু নারীদের নয়,
এটা মানবতার,
এটা সত্যের।
পিছনে থাকা বাঁধাগুলো একদিন হার মানবে।
কোঠা আন্দোলন হবে বিজয়ের বার্তা,
যেখানে প্রতিটি কন্যা, প্রতিটি নারী
নিজেকে দেখবে নিজের আয়নায়,
ভাঙবে শেকল, জ্বালাবে আলো।
তোমাদের কণ্ঠে আজ কবিতার সুর,
তোমাদের কণ্ঠে ভবিষ্যতের রূপ।
তোমরা এগিয়ে যাও, পথের সমস্ত বাধা ডিঙিয়ে—
কারণ সামনে স্বাধীনতা,
সামনে আলোর জয়গান!

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট