“সাবধান”
লেখক : আমান উদ্দিন
তারিখ : ৩ রা নভেম্বর ২০২৪,
সব কিছুতেই গলাবাজি কাজের
বেলায় নাই,
এমন বাচাল লোকে ভরে গেছে
সারা দুনিয়াটাই।
নিজে করে মন্দ কাজ তাহাতে
অনুতপ্ত নয়,
অন্যকে সদুপদেশ দিতে খুবই
পটু হয়।
তিলকে তাল বানিয়ে অন্যকে
করে অপমান,
নিজের ঢোল নিজেই বাজিয়ে
বাড়াতে চায় মান।
কথাবার্তায় থাকে ভদ্রলোক
বিষাক্ত অন্তর,
স্বার্থসিদ্ধির জন্য সবই করে
নাই আপন পর।
এই সব অকর্মার ধাড়ি থেকে
না হলে সাবধান,
ক্ষতিগ্রস্ত হয়ে খোয়াবে আত্ম
মান-সম্মান।
লন্ডন
যুক্তরাজ্য।