সমর্পণ
কলমে- মহামায়া রুদ্র
তারিখ -২৮-০৭-২০২৫
আকাশ ভেঙে বাদল এলে
ভিজবি মনের সুখে,
আয়না ফিরে খোকা আমার
থাকিস না দূরে দুরে।
একটি বার আয় না ছুটে
আমার বুকের মাঝে,
তোকে নিয়ে বাঁচতে যে চাই
বেলা- অবেলার সাঁঝে।
অপরাহ্ণের মৃদু আলোয়
ঝাপসা হয়েছে দৃষ্টি,
ভ্যাপসা গরম,কালো মেঘ
আকাশ করেছে সৃষ্টি।
বৌমা তুমিও এসো মা ফিরে
নাতি,নাতনির সাথে,
তব ইচ্ছায় চলবো আমি
রইবে কথাটি মাথে।
সয়,সম্পত্তি যা কিছু আছে
লাগবে না মোর কাজে,
বাড়িটা ভেঙে ফ্লাট বানাবি
মনের মতন সাজে।
আমায়- না হয়' ঠাঁই দিস
চিলে কোঠার-ই ঘরে,
চাওয়া-পাওয়া,স্বপ্ন,আশা
কবেই তো গেছে মরে।
না হয় সেথা ডুববে সূর্য
আঁধার রইবে ঘিরে,
তুই না এলে এত সম্পদ
কার কাছে যাব ছেড়ে।