1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ১০:০২ পূর্বাহ্ন

সময় বয়ে যায়(৩২৪) স্বপন আহাম্মেদ ০৩/১২/২৫

  • প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

সময় বয়ে যায়(৩২৪)
স্বপন আহাম্মেদ
০৩/১২/২৫
পথিক আমি হেঁটে চলি
মনে নিয়ে বল,
পথের বাঁকে হিজল ছায়া
বাতাস করছে ছল।

নদীর তীরে হেঁটে হেঁটে
সাগরে যাই পিষে,
পাহাড় বলে ক্লান্ত তুমি
ঝরনাতে যাও মিশে।

ঝরা পাতা উড়ে চলে
বাতাসেতে দোলে,
আমার দেখে হেসে বলে
দুঃখটা যাও ভুলে।

শিশির ফোঁটা মুক্তোর দানা
দেখি দুর্বাঘাসে,
আমি যেন ক্লান্ত পথিক
রোদ্র জলে পাশে।

চলছে জীবন এমনি করে
দিগন্তের নাই দেখা,
দুঃখ-কষ্ট সয়ে সয়ে
চলছি একা একা।

অতৃপ্ত যে মনের আশা
পাইনি কিছু হায়,
বিলিন হবে পথের রেখা
সময় বয়ে যায়।

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট