1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:০২ পূর্বাহ্ন

সময়কে অতিক্রম ” কবি- জাহিদ সরোয়ার 21/12/24

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

“সময়কে অতিক্রম ”
কবি- জাহিদ সরোয়ার
21/12/24
(একটি চিরন্তন গদ্য কবিতা)

আমরা লিখতে এসেছি—
কালি দিয়ে নয়, রক্ত দিয়ে।
আমরা ইতিহাস বানাতে এসেছি—
ছাপার অক্ষরে নয়, চেতনার আগুনে।
আমরা জিততে এসেছি—
ক্ষমতার কাছে নয়, মানবতার কাছে।
একদিন, এই শহরের দেয়ালে আমাদের নাম থাকবে না,
কিন্তু আমাদের লেখা থাকবে
হৃদয়ে খোদাই হয়ে।
এই রাজপথে হাঁটবে নতুন কেউ—
কাঁধে নেবে আমাদের স্বপ্ন, চোখে রাখবে আগুন।
আর যদি কোনোদিন তারা ভুলে যায়,
এই মাটিই গর্জে উঠবে—
“আমি দেখেছি, ওরা এসেছিলো—
কলমে আগুন, হাতে সত্য, বুকে দেশ নিয়ে।”
আমরা লিখে যাচ্ছি—
না বলা কথা, না গাওয়া গান, না কাঁদা কান্না।
আমরা লিখছি সবার হয়ে—
রিকশাচালকের প্যাডেল, অশিক্ষিত বাবার লজ্জা,
নির্যাতিতা বোনের নিঃশ্বাস,
নিস্তব্ধ মায়ের চোখের জল…
আমরা বলছি—
আমরা চাই না মরণমঞ্চের নায়ক হতে।
আমরা চাই—একটা দেশ, যেখানে কেউ মরবে না অন্যায়ের জন্য।
এটাই তো চাওয়া?
একটুখানি আলো, সামান্য ন্যায়,
একটা ঘরে ফিরতে পারার অধিকার?
আর তাই আমরা লিখে যাচ্ছি—
যাতে ভবিষ্যৎ প্রজন্ম জানে,
কোনো একদিন কিছু মানুষ এসেছিলো—
যারা আপস করেনি, যারা ভয় পায়নি,
যারা সময়কে অতিক্রম করেছিলো—কলম হাতে, ভালোবাসা বুকে।

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট