1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৯ অপরাহ্ন

সত্যিই প্রেম চাই- শুধু একবার সৈয়দ জাহিদ সরোয়ার গাবতলা,আটরা,ফুলতলা,খুলনা।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

সত্যিই প্রেম চাই- শুধু একবার
সৈয়দ জাহিদ সরোয়ার
গাবতলা,আটরা,ফুলতলা,খুলনা।

সিদ্ধান্ত নিয়েছি, এবার হৃদয় উজাড় করব,
আরেকবার নয়, এবার শুধু একবার—
একশ ভাগ বিশুদ্ধ প্রেমের অপেক্ষায়
যেখানে কোনো মিথ্যে নেই,
নেই ভান, নেই আড়াল।
আমি চাই সেই প্রেম,
যেখানে চোখের এক ঝলকেই
থেমে যায় সময়ের কাঁটা,
হাতের মৃদু স্পর্শে পৃথিবীর
সব চাহিদা বিলীন হয়ে যায়।
কৈশোরের সাদাসিধে স্বপ্ন নয়,
যৌবনের মাতাল করা ঘোর নয়,
আমি চাই সেই গভীরতা,
যেখানে প্রাণের ভিতরে জন্ম নেয় এক মহাসমুদ্র।
আমার প্রেম হবে শাশ্বত,
রবির অমিত-লাবণ্য,
শরৎচন্দ্রের দেবদাস-পার্বতী
অথবা সমরেশের মাধবী-অনিমেষ নয়,
এবার আমার প্রেম ছাপিয়ে যাবে সমস্ত গল্প,
লিখবে নতুন অধ্যায়, নতুন ইতিহাস।
যদি পাই এমন একজন প্রেমিক,
যার পাগলামিতে শামসের রেশ থাকে,
যে আমাকে ক্লিওপেট্রার মতো গর্বিত করবে,
তাহলে আমিও ছেড়ে যাব এই জগত সংসার,
হয়ে যাব রুমি,
যে প্রেমে জীবনের অর্থ খুঁজে পায়।
আমি চাই সেই প্রেম,
যেখানে ভালোবাসি বলা নয়,
চোখের ভাষায় বলে দেবে হৃদয়ের কথা।
যেখানে প্রতিটি মুহূর্ত হবে এক মুগ্ধতা,
প্রতিটি স্পর্শে জাগবে নতুন প্রাণ।
তথাকথিত প্রেমের ভাঁজে আর নেই তৃষ্ণা,
মিথ্যে ভালোবাসার নাটকে বিষ ছড়ায় মন।
আমি চাই একবার—
সত্যিকারের প্রেম,
যেখানে হারিয়ে যাবে সমস্ত দুঃখ,
যেখানে জীবন হয়ে উঠবে অপার আনন্দের কবিতা।
হায়! এই ছোট্ট জীবনে
মরে যাবার আগে যদি পাই
একবার, সত্যিকারের প্রেমের স্বাদ!
তাহলে বলব—
এ জীবন সার্থক, এ জীবন ধন্য।

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট