সখী
উম্মি হুরায়েরা বিলু
সখী তোরা কই হারালি
আছিস খুব যে দূরে,
ছোট বেলার রঙিন স্মৃতি
খুব যে মনে পড়ে।
সকাল বেলা বিদ্যালয়ে
বিকাল বেলা মাঠে,
খুব যতণে হতো দেখা
সখী তোদের সাথে।
কই হারালো রঙিন বেলা
কই হারালো স্মৃতি,
খুব গোপনে যত্নে তোলা
তোদের জন্য প্রীতি।