শৈশব স্মৃতি
কবি:শরীফ এলাহী
ভয়াল ঘুটঘুটে অন্ধকার
চারদিকে ঘন কালো মেঘ
ঘন ঘন বাজ পড়ছে
শুরু হবে বৈশাখী তান্ডব
তাল গাছের মাথার পাতায়
তীব্র বাতাসে সাঁ-সাঁ শব্দে প্রকম্পিত
নদী উত্তাল ঝড় বৃষ্টি শুরু
সাথে সাথে আকাশ থেকে পড়ছে
বড় বড় শীল সাদা- সাদা শীল
বিরাটকায় আম গাছ মরমর করে
মনে হয় এখনি ভেঙ্গে পড়বে।
মূহুর্তের মধ্যে আম পড়ে
গাছের নিচে সারি সারি হয়ে রইল
শীলা বৃষ্টি আর বৃষ্টি শরীরে পড়লে
মনে হয় কাটা ফুটছে
এর মধ্যে কিছু আম লুঙ্গি ভরে নিলাম
ততক্ষণে বৃষ্টি কিছু কম
ভাবলাম আরো কিছু আম নিয়ে যায়।
আমি নিয়ে বাড়ির দিকে রও না দিতে
পেছন থেকে আম গাছের মালিকের মেয়ে
আমার কাছ থেকে সবগুলো আম কেড়ে নিলো । সেই বৃষ্টিময় দিনের কথা
ছোটকালের আম কুড়ানোর কথা আজ ও ভুলতে পারি না।