1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৯ অপরাহ্ন

শুধু একটা বন্ধু চাই  কবি:সৈয়দ জাহিদ সরোয়ার গাবতলা,আটরা,ফুলতলা,খুলনা 17/03/2023

  • প্রকাশিত: রবিবার, ১ জুন, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

শুধু একটা বন্ধু চাই
কবি:সৈয়দ জাহিদ সরোয়ার
গাবতলা,আটরা,ফুলতলা,খুলনা
17/03/2023

কিছু চাই না আমি—
না আকাশ সমান স্বপ্ন,
না সমুদ্রের মতো বিশাল সুখ,
না পাহাড়ের মতো অটল সাফল্য।
শুধু চাই একটা বন্ধু,
একটা সত্যিকারের বন্ধু!
যে শুনবে আমার না বলা কথাগুলো,
যে বুঝবে চোখের ভাষা,
যে হাসবে আমার সাথে,
কিংবা চুপ করে পাশে বসে থাকবে,
কোনো প্রশ্ন না করেও,
সব উত্তর দিয়ে দেবে নীরবে।
এই দুনিয়ায় কত মানুষ আসে-যায়,
কেউ হয় সহযাত্রী, কেউ হয় পথের সাথি,
কেউ দেয় প্রতিশ্রুতি,
আবার কেউ ফেলে যায় মাঝপথে।
কিন্তু আমি চাই না অনেক কিছু,
শুধু একটা বন্ধু চাই,
যে থাকবে— কোনো শর্ত ছাড়া,
কোনো স্বার্থ ছাড়া!
জীবন আসলে খুব কঠিন কিছু নয়,
কিন্তু একা হলে পথগুলো হয়ে যায় বন্ধুর,
আর পাশে যদি থাকে একজন বন্ধু,
তাহলে আঁধার রাতও হয়ে যায় জোছনাময়!
তাই আমি কেবল চাই,
এই বিশাল ভিড়ের শহরে,
এই কোলাহলের ভেতরে,
শুধু একটা বন্ধু—
যে থাকবে, চিরকাল!

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট