শিরোনাম - হেমন্তের নবান্নের নেমন্তন্ন
কলমে- কামরুন নাহার বিশ্বাস
তারিখ- ০৬/১১/২০২৪ ইংরেজি
বছর ঘুরে এলো রে ভাই
হেমন্ত রাজকন্যা,
ধানের সাথে ধান লেগে
বাজছে তাই আনন্দ গানের বন্যা।
হেমন্ত এলে সবুজ মাঠ
হলুদ পরী সাজে ,
কিশান কিশানির মনের আনন্দে
যায় রে মাঠের মাঝে।
কিষাণী তার বাড়ি সাজায়
আসবে নতুন ধান,
নতুন ধানে ভরবে গোলা
সেই আশায় বাঁধে প্রাণ।
নতুন চালের পিঠা পায়েস
হবে মহা নবান্ন,
প্রিয়জন বন্ধু বান্ধব
পাবে নবান্নের নেমন্তন্ন।
ধান বেঁচে কিষাণী তার
কিনবে নতুন শাড়ি,
হেমন্তের এই নেমন্তন্নে
সে যাবে বাপের বাড়ি ।
সোনা ধানে উঠান ভরা
মৌ মৌ নতুন গন্ধে,
আমার বাড়িতে এসো বন্ধু
হেমন্তের নবান্নের নেমন্তন্নে।