শিরোনাম-সৎ চেতনা
কবি-দুলাল চন্দ্র দাস চেতনার অনুভুতিতে বিবেকের হয় জাগ্রত,
প্রতিকারের প্রত্যাশা প্রতিবাদ থাকে মিশ্রিত।
চারিদিকে যত অন্যায় অত্যাচার যতো হয়,
সত্যির পথ ধরে সততা তার আসবে নিশ্চয়।
চেতনার আমির ভাবে যদি বিবেক দংশন হয়,
জীবনের প্রতিকুলতা কেটে হবে তার জয়।
অপকর্মের চেতনায় যদি পরাজয় হলে,
শান্তভাবে বিবেক বুদ্ধি সৎ নিষ্ঠা নিয়ে চলে।
মানবতা জাগ্রত জ্ঞানী জনের ধর্ম,
তারই মাঝে ক্রোধের বলে করে অকর্ম।
লোভেতে ডাকে যত পাপ কর্মকাণ্ড,
অসৎ'র উপরে সাধুতার ভিতরে থাকে ভন্ড।
অন্ধের কাছে কিবা দিন কিবা তার রাত্রি,
অমানুষেরা নিত্যনতুন অপকর্মের হয় যাত্রী,
চোরেরা বোঝেনা কখনো নিজের স্বধর্ম,
পশুর মতোই বিবেক চেতনার স্বকর্ম।
সৎ চেতনা হারিয়েছে বিবেক বুদ্ধি হচ্ছে নাশ,
তখন সমাজের মাঝে সততার ঘটে সর্বনাশ।
অপকর্ম করার আগে যদি কেউ একটু ভাবে,
সুন্দর হতো সমাজটা তবেই তো সুস্থ ভাব রবে।