শিরোনাম–*স্মৃতির আকাশে তুমি*
মোহাম্মদ শফিউল্লাহ মিয়া
তারিখ ১৪/০৮/২০২৫
নীল আকাশে সাদা মেঘ মালা,
দিনরাত করছে শুধু খেলা।
তুমি আমার আকাশে ধ্রুবতারা,
আলো হয়ে জ্বলেছো সারাবেলা।
দিনের পর রাত্রি আসে,
রুপালি মেঘ যায় ভেসে।
সারারাত জেগে থাকো,
তুমি আমার পাশে।
হাসিখুশি দিনগুলি,
যদি নাহি পাবো ফিরে ।
তবুও থাকবে স্বপ্ন,
আমাৱ তোমাকে ঘিরে।
একদিন তুমি চলে গেছো,
আমায় একা ফেলে।
সত্যিই আমি অবাক হলাম,
কি করে তা সম্ভব হলে।
তোমার যাবার বেলায়,
কভুও বাধা নাহি দেবো।
যদিও তোমায় নাহি পাবো,
তবুও ভালোবেসে যাবো।