শিরোনাম-স্বাধীনতা, স্বাধীনচেতা
কবি-মোহাম্মদ জিয়াউল হক
তারিখ-২৪/০৩/২০২৫
আমরা স্বাধীন হয়েছি ১৯৭১ এ,
স্বাধীন হয়েছি এক সাগর রক্তে,
স্বাধীন হয়েছি একটি ফুল বাঁচবে।
স্বাধীন হয়েছি বৈষম্য থাকবে না বলে,
স্বাধীন হয়েছি কারো পদানত থাকবো না বলে,
স্বাধীন হয়েছি স্বকীয়তা আর মেধার বিকাশ হবে বলে,
স্বাধীন হয়েছি এ দেশটাকে লুটেরাদের হাত থেকে বাঁচাবো বলে।
স্বাধীন হয়েছি সিণ্ডিকেট ভাঙবো বলে,
স্বাধীন হয়েছি আর্থিক সমন্বয় করবো বলে,
স্বাধীন হয়েছি উম্মুক্ত চাকুরি পাবো বলে।
স্বাধীন হয়েছি মন খুলে কথা বলবো বলে,
স্বাধীন হয়েছি কারো কাছে কৈফিয়ত দেবো না বলে।
স্বাধীনতা ও স্বাধীনচেতা আগে বুঝে চলবো বলে!
কিন্ত তার কতটুকুই পেলাম?