শিরোনাম : স্বাগত কালবৈশাখী
কলমে : কাজী শিবলী সাদীক
তারিখ : ২৬/৫/২০২৫
আমার প্রেম অবারিত থাকুক,
ক্রেধ থাকুক জ্বলন্ত।
হিংসার চক্ষু জ্বালাইবো আমি,
থাকিবো না কভু ঘুমন্ত।
মানব তরে মনবের প্রেম,
হোকনা চিরধার্য।
শত বর্ষের শত যুগের,
বন্ধনে থাকুক না প্রীতি।
এই প্রেম ঝরুকনা মানবের তরে,
বাঁচিয়া রাখিব নিরবধি।
শৃঙ্গের উচ্চতায় মানবপ্রেম জাগুক,
অশুভর ধ্বংসলীলায়, সবাই মেতে উঠুক।
কালবৈশাখীর ঝড় আসুক না
আবার বাংলার গগনে।
আমি সেই কালবৈশাখে কে স্বাগত জানাইবো,
হৃদয়ের কপাট থেকে।