শিরোনাম :-সব গেছে বিসর্জন।
কবি-দুর্গা শংকর দাশ।
তারিখ:-০৬,০৫,২০২৫
স্বচ্ছ মান আর হুঁশ যুক্ত মানুষের মনে
গোপনে বিদ্রোহ কত বেঁধে আছে বাসা।
তবুও কি জানি কোন সংস্কারের বশে
মানুষেরা বিদ্রোহের হারিয়েছে ভাষা।।
সমাজের প্রতি স্তরে মানুষের দল
দেশ গেল দেশ গেল করে বলাবলি।
প্রতিবাদে তবু তারা হয়না মূখর
চোখ গুলো ঢেকে আছে স্বার্থের ঠুলি।।
তারা খালি ছলে বলে আখের গোছায়
সমাজসেবার নামে প্রহসন করে।
সাধারণ মানুষের দম বন্ধ প্রায়
চেতনার বাতি গুলো সব গেছে ঝরে।
মানুষের মাঝে নেই বিবেকের লেশ
নিয়ম কানুন সব গেছে বিসর্জন।
মানুষ বাঁচেনা আজ মানুষের সুখে
আত্ম সুখের জন্য করে আয়োজন।।
স্বার্থের গন্ধে তারা হারিয়েছে হুঁশ
প্রয়োজনে বেচে দেবে রাজ্য কিংবা দেশ
টাকার বিছানা পেতে সুখ নিদ্রা দেবে
শেষ হয়ে যায় যাক দেশ কি প্রদেশ।।