শিরোনাম: সংকল্পই বীজমন্ত্র
সৃজনে: বিজয়া মিশ্র
তারিখ:০৫.১১.২০২৪
এই প্রভাত আমার উজ্জীবনের
এই প্রভাত আলোময় আঙিনায়
এই প্রভাত শুরু হল নিঃশর্তে
এই প্রভাত এসেছে বলিষ্ঠতায়।
এই প্রভাত হোক সুসংবাদের
এই প্রভাত আমি যেভাবে চাই,
এই প্রভাত অনেকটা সংকল্পে
এই প্রভাত নিঃসংশয় বানাবোই।
তুমি যদি চাও জাগো অন্তর হ’তে
তুমি চাইলেই স্তম্ভ গড়তে পারবে ,
তুমি যদি একা অনেক যোজন হাঁটো
তুমিই সেরার সেরাটা নিজেকে দেবে।
কেউ তো তোমার সংকল্পের ভিত
কেউ তো তোমার জয়ের অপেক্ষায়,
কেউ ঈর্ষান্বিত হলে তা ভেবোনা
কেউ নয় তুমি বিকশিত নিজ চেষ্টায়।
আমি তো রোজ সংকল্পের কাছে
সমীহ নিয়েই নতুন শপথ গড়ি,
এটাই আমার নিজস্ব গতিবিধি
ঠিক যেমনটা চাই তেমনই শুরু করি।