শিরোনাম-- শ্রাবণের ধারা
মোঃ শফিউল্লাহ মিয়া ভাই
তারিখ ০৮:০৭:২০২৫
শ্রাবনের বৃষ্টির ধারার মতো,
অঝোর ধারায় পড়ুক ঝরে।
তোমার ভালবাসার বৃষ্টি,
আমার তরে বুকের পরে।
শ্রাবণ বর্ষণমুখর রাতে,
তুমি বিনে মন করে চটপট।
সারারাত জেগে আছি অপেক্ষায়,
খুলে রেখেছি মনের কপাট।
শ্রাবণের আকাশ ঘনকালো মেঘ,
অঝোর ধারায় নামবে শ্রাবণী ধারা।
আসবে কি তুমি এই শ্রাবণ রাতে?
একলা ঘরে আমি একা তুমি ছাড়া।
মনোবাসনা ভালবাসায় হব সিক্ত,
কর ও না আমায় তুমি রিক্ত।
আমি যে তোমার প্রেমের ভক্ত,
তোমারি প্রেমে হয়েছি আসক্ত।
কামনা বাসনায় জেগে উঠে,
শ্রাবণী বৃষ্টিস্নাত রাত্রিযাপন
তোমার সান্নিধ্য লাভ করিতে,
চায় আমার ব্যাকুল অবুঝ মন।
তোমার সান্নিধ্য প্রেম সুধা কি যে,
মধুরতা জাগে এই আকুল প্রাণে।
ফুলে ফুলে ঘুরে ভ্রমর যেমনি করে,
মধু আহরণ করে অতি সংগোপনে।