শিরোনাম-শেষ তরণী সাজাই
কলমে-দুলাল চন্দ্র দাস
তারিখ-৩১/৫/২৫
সংসার সাগরের ঢেউয়ের তালে
জীবন তরী যাচ্ছি বাইয়া,
বৈঠা আমার যাচ্ছে ভেঙ্গে
আমি পিছনের কাঙ্গাল নাইয়া।
ঈশান কোণে মেঘের আভাষ
ঢেউরা উঠছে রেগে রগে,
মাঝ দড়িয়ায় উঠলো তুফান
নদীর কুলে যাবার আগে।
কালের স্রোতে করবে গ্ৰাস
পঙ্গু দেহের মাঝি মাল্লা,
উজান নদীর ঢেউয়ের সাথে
আর দেবেনা তরী পাল্লা।
কাল স্রোতের ভাটার শেষে
ভুলের মাসুল বালুর চড়,
লন্ড ভন্ড মাংস পিন্ডে
নানান পোঁকার বসত ঘর।
ফুটবে না আর নতুন করে
মোর কাননে ফুলের কুঁড়ি,
শূন্য হাতে হবো বিদায়
ছেড়া পালের জীর্ণ তরী।