শিরোনাম : রোদ বৃষ্টির জোয়ার ভাঁটা
কলমে : প্রভাত দাস
ইং তাং : ০৩/১১/২০২৪
__________________________
স্বপ্ন মধুর জীবন জোয়ার
চলছে ঘোরে মাতোয়ারা!
বিষাদ ছুঁয়ে মস্ত গড়া
রং বেরংয়ের মস্তি ভরা!
বৃষ্টি জোয়ার ভরায় খেয়া
অট্টহাসির বন্যা বওয়া!
মধুর লাজে স্বপ্ন গড়া
জীবন পথের উল্কা ভরা!
স্বপ্ন ভরা জীবন দ্বারে
ভরায় মনের জীবন ভারে!
স্বপ্ন গড়ে রাস্তা ধরে
জীবন হাটের স্বপ্ন ভরে!
নকল পথের কান্না হাসি
বৃথা জড়ায় নকুল বাসি!
স্বপ্ন ছড়ায় মনের বাঁশি
জীবন দাগে মনের ফাঁসি!
রোদ বৃষ্টি পথের লাগি
অন্তরে যে জাগায় রবি!
রোদ বৃষ্টি চুলোয় গেলো
ভবের চাকা উল্টে ফেলো!