শিরোনাম: রবির আলো
কবি-দীপিকা হালদার।
মৃত্যুঞ্জয়ী মানব দেবতা তুমি
মরণকে করেছো জয় ,
দৃশ্যমান তুমি শ্রেষ্ঠ ঠাকুর
তোমার কীর্তির নেই ক্ষয় ।
তোমার কাব্য, তোমার গাথা
রবে চির অম্লান অক্ষয় ,
বিশ্ববরণ্যে হে রবি কবিগুরু
তুমি বিশ্বের বিস্ময় ।
ঠাকুর পরিবারের শ্রেষ্ঠ তুমি
প্রণাম জানাই "হে নাথ "
জন্মে, কর্মে, ধর্মে সেরা তুমি
তুমিই সেরার সেরা নাথ …!
সাহিত্যাকাশে উজ্জ্বল তুমি
পেয়েছি তোমারই মহা দান
কোথায় না ফেলেছো চিহ্ন
ছড়া, গীতিনাট্য কবিতা, গান …?
বিশ্বকবি তুমি মোদের
লিখেছো বলে গীতাঞ্জলি
পঁচিশে বৈশাখ জন্মদিন তাই
জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি …!