শিরোনাম : রং চটা চৈত্র শিমুল
কলমে:রেবা ডাকুয়া মিস্ত্রী
তারিখ:০৫/১১/২০২৪
ওগো প্রিয়তম! তব ভালোবাসা
রেখেছি যতনে অন্তর গভীরে ,
আসিবো ফিরিয়া তব প্রেম লাগি
মিটাতে মনের আশা জন্মান্তরে ।
ভুলিও না মোরে রাখিও স্মরন
বিরহী হৃদয়ের করিও যতন,
কষ্ট দিওনা কভু অবহেলে তারে
পরের জনমে তব জুড়াব মনন।
স্বার্থক প্রেম আজ বড় প্রাণ হীন
যেন রং চটা এক চৈত্র শিমুল ,
বসন্ত দ্বারে তবু সে নাহি ফিরে
ফিরে যে আবার অন্য মুকুল।
অকবির মনের বিষাদ যাতনা
যেন শরতের ঝরে যাওয়া ফুল ,
প্রিয়ার চরণে তার স্বার্থক জনম
প্রেম প্রেয়সীর হরিয়া বিভুল।