শিরোনাম:- যামিনী কবিরাজ কবিতা
কলমে:- রামকৃষ্ণ দাস
তারিখ :-২৫-০৫-২০২৫
যামিনী নামে ছিল মস্ত কবিরাজযে রোগ-ব্যাধি হলে সবাই তাকে খোঁজে আগে
প্রত্যন্ত গ্রাম বহু দূরে ডাক্তার এই জন্য সুখ্যাতি সবার আগে তার। ৫০০ টাকা দিয়ে নাম লেখাতে হয় ।২০০ টাকা বেশি দিলে সবার আগে লাইন পায়। সর্দি জ্বর হলে দুঃখ আছে কপালে ।৩০০ কলসি ঠান্ডা জলে স্নান সকালে বিকালে। এইভাবে সাত দিন হলে অবশেষে স্নানের ভয়ে সর্দি জ্বর পালায় চোখের নিমেষে ।কাটা ঘায়ে নুনের ছিটা ব্যথায় হাঁসের ডিম এইভাবে সুখ্যাতিতার বাড়ছে দিন দিন। ক্যান্সারের ঔষধ আছে নাকি আবিষ্কার করেছে ।তাহাতে আরো তার খরিদ্দার বেড়েছে ।এইভাবে যেই দিনে রোগী মারা গেল। সেই দিনেতে কবিরাজের হুশ ফিরে পেল
এতদিনে বুঝলো সে ঝাড় ফুঁকে রকি জ্বালা ।লোটা কম্বল গুটি য়েসে পালালো রাতের বেলা।