শিরোনাম :– মৃত আত্মার কথা
মোঃ শফিউল্লাহ মিয়া ভাই
তারিখ : ২৩/০৭/২০২৫
বন্ধু তুমি আমায় উদ্ধার এসেছো,
এই দুনিয়ার সকল বন্ধন ছিঁড়ে।
আমি তো চলে গেছি একটু আগে,
দেখা হবে,হারাব না মানুষের ভিড়ে।
জানো বন্ধু আমার মৃত্যুটা ছিল কষ্টের,
একটি বিকট শব্দের পর শরীরে প্রচন্ড ব্যথা।
কি যে কষ্ট শ্বাস প্রশ্বাস নিতে পারছি না,
শত চেষ্টা করে মুখ দিয়ে বের হচ্ছে না কথা।
মুহূর্তের মধ্যে সব ওলট পলট হয়ে গেল,
আমি শক্তি পাচ্ছি না নিথর হচ্ছে দেহ।
চারিদিকে দেখছি শুধু আগুন আর আগুন,
কান্না চিৎকারে ধোঁয়ায়,দেখা যাচ্ছে না কেহ।
বন্ধুত্বের বন্ধনে যদিও মৃত্যুকে করে আলিঙ্গন,
বন্ধুত্বের মহা বন্ধনে বন্ধু,বন্ধুকে করেছে ঋণী।
বন্ধুকে উদ্ধারের জন্য বন্ধু মৃত্যুকে করেনি ভয়,
মৃত্যু ভয়ে ভীত নয় বন্ধুর কোমল হৃদয়খানি।
আমি জানতাম তুমি আমাকে খুঁজতে আসবে,
ততক্ষণে আমি তোমার থেকে দূরে বহু দূরে।
সবাই আমার জন্য কাঁদবে,তুমিও কাঁদবে,
ইতিহাস হয়ে থাকবে এই মৃত্যু দুনিয়ার পরে।