শিরোনাম : মুখ ও মুখোশ
কলমে : দীপিকা হালদার
তাং ১৮-০৫-২৫ ইং
আমরা সবাই মুখোশধারী
অন্তরে ভিন্ন সবাই,
হাজার ব্যথা শরীর মনে
মুখে হাসির প্রলেপ লাগাই…!
কেমন আছো জানতে চাইলে
ভালো আছি বলি তো?
শরীর মনে কতোটা ক্ষত
কেউ কাউকে বলি না তো…!
মুখোশ খানা খুলে পড়লে
দেখবে হৃদয় রক্তমাখা,
এর চেয়ে তো ঢের ভালো
সদা মুখোশ পরে থাকা ….!
কারো মুখোশ খোলার ভয়ে
ভেঙ্গে পড়ো না কেউ
সাগর জলে তুফান মেললেই
থমকে যায়না ঢেউ…!
কারো বিষাক্ত সাহচর্য থেকে
দূরে থাকাই ভালো
এদের থেকে মুক্ত হওয়ায়
স্বস্তির নি:শ্বাস ফেলো…!