শিরোনাম :মীর্জাফর
কলমে :কাজী শিবলী সাদিক।
তারিখ :২০/৫/২০২৫
ঘৃণিত অবহেলিত থাকুক বাংলার বুকে,
মীর্জাফর নামক হায়না,।
বাঙালি সজাগ থাকো, সজাগ থাকো।
সে দেখাতে পারে কোন না কোন বায়না।
কখনো তার আগমন,হতে পারে,
বিচক্ষণ রুপি,সমাজসেবী, কাষ্ঠে পুতুল ন্যায় শাসক, এর বেশে।
হতে পারে সে অর্থলোভী, কিংবা দানবীর কোন সন্ন্যাসীর বেশে।
হতে পারে বা নাট্য মঞ্চের নায়ক রুপি,
অন্য কোন সাজ।
মনে করো দেখো বাঙালি, আজ,
পলাশী প্রান্তরে, মীরজাফর যে এটেঁ ছিল,
স্বাধীনতা হরণের ফাঁদ।
আজি বাংলা হ্রদ্রে হ্রদ্রে,বিচরণ করিতেছে,সেই মীর্জাফর গুলি।
সাবধান বাঙালি সাবধান,
সহসায় বন্দি হতে পারো তুমি তার জালে।
আজ আমার কলম বলিবে কথা, এই বঙ্গ ধরিয়ার মাঝে।
তা না হলে হারাতে পারে, স্বাধীনতার, সার্বভৌমত্বের, নিশান বারে বারে।
ঘরে যদি থাকে শত্রু, মীর্জাফরের ন্যায় ,
তাহলে বুঝবে তুমি, তোমার ঘরের শত্রুই,
অস্তিত্ব বিলিনে তোমার বিপক্ষে করছে কাজ।
সাবধান বাঙালি সাবধান, মীর্জাফর থেকে সাবধান।