শিরোনাম: মাইলস্টোনের আগুন
কলমে: একরামুল হক দীপু
২২.০৭.২৫
মাইলস্টোনের হতভাগা শিশুদের অন্তিম যাত্রাপথে
অতঃপর শেষ নিঃশ্বাসের মুহূর্তে
আগুনের জ্বলন্ত শিখা থেকে নেয়া দীর্ঘশ্বাস দেখেছি।
আমরাতো পুড়ে পুড়ে কবেই অভ্যস্ত
আগুন আর আমাদের পুড়ায় না,
অসহায় নতজানু নগ্ন হৃদয়ে আত্মসমর্পণ
আগুনের নদীতে ডুব দিতে যাই।
আহা মাইলস্টোনের আগুন পৌঁছে গেছে
দুঃখী মায়ের আঁচল জমিনে,
পুড়তে পুড়তে পুড়ে গেছে বাংলাদেশ ।
মৃত্যু উপত্যকায় মৃত চোখগুলোতে ছিল
জীবনের স্বপ্ন , স্বপ্নগুলো দিগন্ত পেরিয়ে হারিয়ে যায়
চিরতরে না ফেরার দেশে মেঘের নীলিমায়।
আগুন আর আমাদের পুড়ায় না
আগুনেই আমাদের প্রাত্যহিক বসবাস
দহনের ভয় পালিয়ে গেছে
হাত পা বুক কিংবা হৃদয়
সব পুড়ার জ্বালা সহে সহে।