শিরোনাম…….. মরণ ফাঁদ
কলমে……..লিয়াকত সেখ
তাং…….০৪,১১,২৪
সোনার রথে চড়ে যখন
যায় চলে যায় রাজা,
প্রজা যদি সামনে পড়ে
দিবেন কঠিন সাজা ।
তালেগোলে চাকায় পড়ে
পৃষ্ট হলো ভজা,
রাজার পাশে মন্ত্রী বসে
দেখতে থাকে মজা ।
আমজনতা ঘুমে কাতর
ঢুলুঢুলু চোখ,
বগলদাবা করে রাখে
স্বজনহারা শোক !
কাজের অভাব ভাতের অভাব
বেড়েই চলে দুখ,
রাজার ঘরে বন্দী আছে
সকল প্রজার সুখ ।
রাজার ছেলে রাজা হবে
মন্ত্রী হেসে কয়,
প্রজা মানেই রাজার চাকর
যুগে যুগে হয় ।