শিরোনাম : মবের মুল্লুক
কলমে : কাজী শিবলী সাদীক
তারিখ : ২৮/৫/২০২৫
জগতে আজি উৎকর্ষ সাধিত,
জ্ঞান বিজ্ঞানের,বিকাশে খচিত,
বর্ণিল স্বরলিপিকায়।
মুহূর্তময় যাচ্ছ ছুটে, দেশ দেশান্তর।
আবেগ বিবেকের জলাঞ্জলি,দিয়েছ নিশ্চয়ই।
মগের মুল্লুক থেকে,রূপান্তর যেন মবের মুল্লুকে,।
আইনের বালাই, যাতা কলে যাচ্ছে যেন মহাশয়।
ইচ্ছে মতো ব্যবহার হচ্ছে তো রোজ।
মগের মুল্লুকে, মবের ইশারায়, হচ্ছে কত ঘটনা রোজ।
এই মবের হচ্ছে কি কোন খোঁজ।
মানব বিদ্বেষী, স্বার্থান্বেষী হিংসুটে,
হচ্ছে দলনেতা রাষ্ট্রনেতা,আরো কত কি।
এই ভাবে মব হলে, আইন বলয়ের হবে কি?
হও তবে আইনের প্রতি শ্রদ্ধাশীল,
মগের মুল্লক মবের মুল্লুক, হয় না যেন আজি এই বঙ্গ পারে।
যারা মগের মুল্লুক মবের মুল্লুক বানাতে চায়, হিংসাত্মক কার্যকলাপ করে।
তাদের বিরুদ্ধে রুখে দাড়াও ওহে বঙ্গ পারের বীরপুরুষ।
আর নয় কালক্ষেপণ, আর নয় দিনক্ষেপণ,।
সমকন্ঠে উচ্চারিত হোক, মগের মুল্লক মববের মুল্লক চাহিনে মোরা।
এই দেহে আছে প্রাণ যতক্ষণ,
মগের মুল্লুক মবের মুল্লক,হতে দিব না আজ।