শিরোনাম : মনতরী
কলমে : সালাম মালিতা
তারিখ : ০৪/১১/২০২৪
ভবের এই কঠিন হাটে সবাই শুধু দুঃখ বাটে,
গরিবের পাওনা ছাঁটে ছাড়েও গড়ের মাঠে।
একটু সুখেরই খোঁজে মনটা স্বপ্নতেও মজে,
হঠাৎ অশ্রুতেই ভেজে দিবাস্বপ্ন হৃদয় বোঝে।
কলমেই লিখতে বসে হঠাৎ ঐ কালি শেষে,
নিশ্চুপেই কষ্টের দেশে থাকতে হয় ছদ্মবেশে।
রাখার জায়গাও কম আসবে দুয়ারেই জম,
ছিন্ন করবে পবিত্র বম আত্মা মরবে হরদম।
সৎ কাজের দাম নেই ন্যায় কথা বলবে যেই,
সবার শত্রুই হবে সেই পর করবে তোমাকেই।
বাস্তবতা মেনেই ধরি কষ্টগুলো জড়ো করি,
যতদিন না যায় মরি সঙ্গে নিয়েছি মনতরী।