শিরোনাম :– ভালোবাসার খরা
কবি;মোঃ শফিউল্লাহ মিয়া ভাই
তারিখ ১৬/০৫/২০২৫
পাওয়া না পাওয়ার হিসাবে,
যখন সব কিছু হয়ে যায় মলিন।
তিল তিল করে গড়ে ওঠা সম্পর্ক,
মরীচিকা ধরে ভেঙ্গে হয় বিলীন।
অনুভূতি আছে বলেই অঝোর,
ধারায় ঝরে ভালবাসার বৃষ্টি।
ভালোবাসার চরম খরায় হয়,
না পাওয়ার বেদনার কষ্টের সৃষ্টি।
দুঃখের সাগরে সুখের চাওয়া,
ছাতক পাখির বুকফাটা চিৎকার।
এক ফোটা জলের জন্য যেন,
চৈত্রের খর দুপুরের হাহাকার।
স্রষ্টার সৃষ্টির গোপন রহস্য,
কেউ নাহি বুঝিতে পারে।
যার হৃদয়ে রক্তক্ষরণ হয়নি,
বুঝিবে সে কেমন করে?
ভালবাসা পায়নি যে শত চেষ্টা করে,
সেইজন বাঁধে ঘর বেদনার বালুচরে।
কামনার প্রদীপ জ্বেলে যে অপেক্ষায় থাকে,
ভালোবাসার মর্মযন্ত্রণা সেই বুঝিতে পারে।
কারো মনের প্রতি করো না অবিচার,
একে অপরের প্রতি কর শ্রদ্ধা সুবিচার।
ছদ্মবেশে ভালো মানুষের মুখোশ পরে,
কাজে কর্মে আচরণে কর না অনাচার।