শিরোনাম: ব্যর্থ ভালোবাসা, গল্প পর্ব ৫
লেখক: মীর ফয়সাল নোমান
তারিখ: ১৮.০১.২০২৫
রিয়া রফিককে অনেক সময় শপিং মল থেকে জামা-কাপড় কিনে দিত এবং সেইগুলো পেয়ে রফিক খুব খুশি হত। একদিন সে সিদ্ধান্ত নিল যে, রিয়া তাকে এত কিছু কিনে দেয়, তাকে ও দামি কোনো উপহার দিতে হবে। তাই সে প্রাইভেট পড়ানো শুরু করল এবং সিদ্ধান্ত নিল, সামনে বৈশাখ মাস আসছে, রফিক রিয়াকে একটি শাড়ি ও নীল চুড়ি কিনে দেবে। তারপর সে শাড়ি ও চুড়ি কিনে রিয়াকে দিল এবং সেই নীল শাড়ি পরে রফিকের সাথে দেখা করতে এল। অপূর্ব সৌন্দর্য দেখে রফিক নিজেও মুগ্ধ হল। রফিক রিয়াকে বলল, “তুমি আমার দেখা সেরা সুন্দরী।” রিয়া খুব লজ্জা পেল।
এইভাবে তাদের দিন চলতে লাগল। রফিক মাঝে মাঝে রিয়ার বাড়িতে গোপনে দেখা করতে যেত। রিয়া না দেখলে এক মুহূর্তও থাকতে পারত না। দিন চলে গেল, রিয়া বিভিন্ন সময় পড়াশোনায় রফিকের সাহায্য নিত।