শিরোনাম :– বিশ্ব সন্ত্রাসী
মোঃ শফিউল্লাহ মিয়া ভাই
তারিখ ৩০ – ০৬ – ২৫
পরমাণুবিক বোমা ঘটলে বিস্ফোরণ
পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের হবে মরণ।
যুদ্ধ যুদ্ধ খেলা ধ্বংস হবে মানুষের মিলন মেলা
ট্রাম্প নেতানিয়াহু তোদের ফুরিয়ে এসেছে বেলা।
ট্রাম্প প্রশাসন সারাবিশ্বে করছে অপশাসন
হুশিয়ার সাবধান বিশ্বের মজলুম করছে বারণ।
কেন তোমরা যুদ্ধ বাধিয়ে দিলে অকারণ
বিশ্ব মজলুম জেগে উঠেছে ঘটবে মরণ।
মিসাইল ক্ষেপণাস্ত্র মরণাস্ত্র কামানের গোলা
আমেরিকার ইসরাইল হয়ে যাবে পথ ভোলা।
মুসলমান এক হবে উড়বে বিজয় নিশান
আফসোসে বুক ফেটে যাবে ট্রাম্প প্রশাসন।
প্রমাণ হল ট্রাম্প,নেতানিয়াহু বিশ্ব সন্ত্রাসী
নিজেদের দোষ চাপাতে অন্যকে করে দোষী।
মানবতার ফেরিওয়ালা সেজে করে অপকর্ম
তাদের নাই মানবতা নাই বিবেক নাই ধর্ম।
বিশ্ব শাসনের নামে করে যারা বিশ্বকে শোযণ
আয়তুল্লাহ খামেনি বলে থামো করছি তোদের বারণ।
জেগেছে মুসলিম রাষ্ট্র বিশ্ব বিবেক ক্ষুব্ধ বিরক্ত
ইরান মৃত্যুর পরোয়ানা নিয়ে জবাব দিবে শক্ত।
জাতি ধর্ম নির্বিশেষে ট্রাম্প নেতানিয়াহু বিরুদ্ধচারণ
কেন অন্যায় ভাবে ইরাক ফিলিস্তিনে কেন রক্তক্ষরণ।
বিশ্ব সন্ত্রাসী ট্রাম্প নেতানিয়াহু সন্দেহ নাই তাতে
বিশ্ব এখন মুখরিত তাদের বিরুদ্ধে সবাই প্রতিবাদে।