1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম -বিশ্বাস লেখিকা – লাভলী নাইন।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

শিরোনাম -বিশ্বাস
লেখিকা – লাভলী নাইন।

–বিশ্বাস:– কথাটা ছোট্ট হলেও এর মাধুর্য অনেক কারণ বিশ্বাস এই যুগে একদম উঠে গিয়েছে বললেই চলে! তার পরও বিশ্বাস নিয়ে এই পৃথিবী যেমন আমরা একটি বাসে, কিংবা, প্লেনে বা ট্রেনে ট্রাভেল করি নিশ্চিত
ভাবে তার উপর ভরসা করে ঘুমিয়ে যায়!!সেই ড্রাইভার কিন্তু আমাদের থেকে অপরিচিত তাকে চিনি না বা জানি না কিন্তু বিশ্বাস এমন এক জিনিস যা আমাদের বুদ্ধি বিবেক সব দিক ভুলিয়ে তার মতো করে তার সাথে আমারা আমাদের গন্তব্যস্থলে নির্ভরশীল হয়ে পৌঁছে যায়!
– বিশ্বাস মা-বাবা, স্বামী-স্ত্রী- ভাই বোন–প্রেমিক প্রেমিকা কিন্তু সকল বিশ্বাস কিন্তু ভিন্ন ধরনের–আলাদা আলাদা বিশ্বাস কারো মনে অর্জন করতে কয়েক বছর দিন মাস যুগ লেগে যায়–কিন্তু ভাঙতে এক সেকেন্ট লাগে না! আপনাকে যে ভুল বুঝবে তাকে দুনিয়ার সমস্ত বুদ্ধিজীবী, বিজ্ঞানী কে হাজির করলেও সে তার মনে আপনি বিশ্বাসের গাছ তৈরি করতে পারবেন না–সময় থাকতে তার সাথে নিজেকে দূরে রাখাই আপনার জন্য better,,, কারণ মিথ্যে মোহে পরে চোখের জল নিজের কোন রেখে লাভ নেই–কারন আপনি মিথ্যা স্বপ্ন দেখছেন তাকে নিয়ে-যে আপনার উপর বিশ্বাস রাখে না–বরং উল্টে আবার আপনাকেই বলবে যে আমার থেকে সুন্দর কাউকে তুমি পাবে-?বা আমাকে ভালোবাসা বা বিশ্বাস করা তোমার পাগলামি বা বোকামি??
– এটাই বাস্তব অভিজ্ঞতা জীবনের যার হারায় সেই উপলব্ধি করতে পারে!!

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট