শিরোনাম: বাস্তবতা
কলমে – ডা:তহুরা খাতুন
তারিখ: ১৪/০১/২০২৫
তুমি কার আর কে তোমার
বুঝতে যদি চাও,
বিপদে পড়লে একবার তুমি
তাদের বাড়িতে যাও ।
দেখবে নিছক বাক্য তারা
শুনিয়েছে এতদিন,
চেয়ে দেখ তোমার বিপদে
অর্থ-কড়ি ঋণ ।
এমন করে শুনাবে তোমায়
যত সমস্যা তার,
শুধু মুখে বলতে বাঁকি
আমার বাড়ি ছাড়।
কত গল্প শুনাইছিল তারা
তোমার ঘরে বসি,
মাঝে মাঝে পান তামাক আর
মিষ্টি মধুর হাসি ।
খানার পরে ঢেঁকুর তুলে
কত সুন্দর করে,
মাথা নেড়ে নেড়ে বুঝাতে তুমি
আত্মার আত্মীয়রে ।
এতদিন তুমি যাদের যত
করেছ সমাদর,
একে একে সবখানে যাও
দেখ,তুমি সবার পর ।
আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব
সুখের সুখী সবে,
দুঃখের দুঃখী তুমি হবে যখন
কেউনা পাশে রবে ।
তাদের পেছনে মিছে হয়রানি
হয়ে তো লাভ নাই,
সময় থাকতে অর্থ – কড়ি
সঞ্চয় কর তাই ।
তাদের খুশি রাখতে সম্পদ
নষ্ট কর যদি,
সময় এমন আসবে
চোখের জলে হবে নদী।