শিরোনাম :– বাংলার নারী
শফিউল্লাহ মিয়া ভাই
ওগো বাংলার নারী,
পরেছো তুমি লাল শাড়ি।
শাড়িতে সুন্দরী ভারি,
পুরুষ হৃদয় নিয়েছো কাড়ি।
মুখে লিপিস্টিক কপালে টিপ,
মায়াবী চেহারা সাজিয়ে তোলে।
মোহনী রূপবতী সুন্দরী ললনা,
কামনার হাসিতে মন ভোলে।
টোল পড়া হাসি প্রেমিক রাশি রাশি,
সুধায় কামনার বাঁশি।
কাছে এসে পাশে বসে বলছে,
ওগো প্রিয়সী তোমায় ভালোবাসি।
আহা মরি মরি কি যে বলো করি,
আর তো তর সয়না মোর প্রাণে।
হিয়ার মাঝে বড্ড চিন চিন করে,
আকুতি জানায় ভালোবাসার টানে।
বিশাল নীল আকাশের নিচে,
মানব মানবীদের মিলন মেলা।
রহস্য আজও রয়েছে ঘেরা,
সৃষ্টির এ কোন প্রেম খেলা।