শিরোনাম--প্রিয় বন্ধু
কলমে-- চিত্রা বন্দ্যোপাধ্যায়
তারিখ--৯/৬/২৫। আরতোমার চিঠি পেলাম বন্ধু
ভালো আছো তুমি--
গোলাপি ঠোঁটে এঁকে দিলে
ভালোবাসার চুমি।
বদ্ধঘরে একা বাকরুদ্ধ হয়ে
স্মরণ করি সর্বক্ষণ,
ভালো থাকার বার্তা জেনেও
তৃষ্ণার্ত হৃদয় মন।
ডানা মেলে অচিনপুরে তুমি
উড়েছ দিয়ে ফাঁকি,
বিরহ বেদনায় সিক্ত হৃদয়
ঝাপসা দুটি আঁখি।
মনে পড়ে সেদিনের সেই
বাল্যকালের স্মৃতি,
কত প্রেম কত ভালোবাসা
ছিল কতো প্রীতি।
কথায় কথায় তর্ক চলত
দিয়ে বৈজ্ঞানিক যুক্তি,
চায়ের আড্ডায় সবুজ প্রাণে
খুশির ফোয়ারায় মুক্তি।
স্কুল থেকে ফেরার সময়
খেতাম কাঁচা আম,
আঁচল ভরে আনতে তুমি
বাগান থেকে জাম।
দঙ্গল মিলে নদী পাড়ে
বৈঠা হাতে নিয়ে,
আনন্দ করে খেতাম তেঁতুল
নুন লঙ্কা দিয়ে।
বাণী বন্দনা শুনতাম বসে
চালিয়ে কলের যন্ত্র,
দু'হাত ভরে পুষ্পাঞ্জলি দিতাম
বলে বীণাপাণির মন্ত্র।
গ্রীষ্মকালে তে সাঁতার দিতাম
ডাংগুলি সব খেলে,
আনন্দ গানে মেতে উঠতাম
তোমায় ফিরে পেলে।
যুদ্ধ জয়ী প্রিয় বন্ধু
তেরঙ্গা ঢাকা আজ,
ফুল চন্দনের সুসজ্জিত হয়ে
করছো কেমন রাজ।
মেকির মুখোশ পরে যারা
বন্ধু সেজে রয়,
এমন শত্রুকে করবে ক্ষমা
তাই কখনো হয়!