শিরোনাম :- পরিবর্তন
কবী :- মহামায়া রুদ্র।
তারিখ:-০৭-০৫-২০২৫
বসন্ত মোর জীবনে ফোটালো
নানান, রঙের বাহারি ফুল,
পলাশ শিমুল কৃষ্ণচূড়া- রা
খুশির দোলায় দোদুল দুল।
মনের খোলা জানালায় এসে
মৃদু বাতাস, কি বললো কানে?
প্রজাপতি মন পাখনা মেলে
সুদূর লালচে আবির বনে।
খুশির জোয়ার হৃদ নদীতে
ওঠে যে, উথাল পাথাল ঢেউ
সহসা কে যেন বলল ডেকে
হেথায় আপন নয়তো কেউ।
বিষন্ন মন ভাবে সারাক্ষণ
একদা সবে যে নিজের ছিল,
শীতের শেষে নবীন ঋতুতে
পরিযায়ী পাখি বিদায় নিল।
শুষ্ক ফুলের খসে পরা দেখে
কিশলয় - এর হাসি না ধরে,
কেউ থাকে না চিরদিন হায়
মিছে মায়ার বাঁধনে-তে পড়ে।
মরা নদীতে আসে না জোয়ার
স্মৃতিরা চলেছে ভাটির টানে,
নির্জনে বসে বালুচরে একা
মন, শেষ খেয়ার দিন গোনে।
গঙ্গার বুকেতে অস্থি ভাসায়ে
সবাই, একে একে গেলে চলে
সময় মাত্র নেইতো দেখার
আমায় নিলো কি না কোলে তুলে।
চারিদিকে নীরবতা বিরাজ
ধীরে কেটে যায় ঝাপসা দৃষ্টি
সকল ভুলের সম্মুখে চলার
বিধাতার এ এক নব কৃষ্টি।
ফের দার কাক সরবে ডাকে
দুধ সাদা বকেরা মাছ ধরে,
নবীন আগমন বার্তা নিয়ে।
রাঙা প্রভাতে গাং চিল ফেরে।