শিরোনাম : পরচর্চা
কলমে : দীপিকা হালদার
তাং- ০৪-১১-২৪ ইং /
সময় কখন কোথা ঝুঁকবে
তা বোঝা মুশকিল হায়
বিপদে পরলে বুঝি আমরা
কতটা একা, কতটা অসহায়,
দুর্ভোগ দূর্যোগে পরলে মানুষ
তখন ভগবানকে খোঁজে
পরিস্থিতি কোনোক্রমে সামলে উঠলে
একা একাই সব বোঝে
পরনিন্দা পরচর্চা সদাই লোকের
মানসিক এক ব্যাধি
ডাক্তার বৈদ্যি সারাতে পারেনা
নিজে নিজে না সারায় যদি
সত্যি সত্যি যদি নিন্দুকের
গায়ে থাকতো কোনো দুর্গন্ধ
আগে থেকেই সতর্ক হতাম
তবে হতোনা মোটেই মন্দ..
মানুষ মনের কলুষিত দৃষ্টিতে
কর্দমাক্ত করে অন্যের জীবন ভাই ,
নিচু মানষিকতা আর লোভের আগুনে
অন্যের জীবন পুড়িয়ে করে ছাই
ঘূর্ণিঝড় আসার আগে আমরা
একটা সতর্ক বার্তা পাই
দুষ্টলোকের মিষ্টি কথার ফাঁদের
কোনো বিকল্প নাই...!