শিরোনাম: নার্গিসের প্রতীক্ষা
কবি: একরামুল হক দীপু
১৬.০৫.২৪
সেদিন ছিল আকাশ জুড়ে মেঘ
নিদহীন চোখে জল রাজ্যের আবেগ,
হঠাৎই নেমে এলো ভীষণ এক ঝড়
মূহুর্তে এলোমেলো নতুন বাঁধা ঘর ।
ভীরু মনে সংকোচে কেটেছে বাসর
ভোর হতেই নিরুদ্দেশ হায় কবি বর !
কী জানি কোন অভিমানে গেলে আমায় ছাড়ি
অপেক্ষায় সতের বছর অবলা এই নাড়ী।
মোহন বাঁশির সুরে তোমার জগত ভুলে যায়
ভালোবেসে হৃদয় মাঝে দিয়েছিলে ঠাঁই,
পায়ে দলে চলে গেলে করে মুখ ভার
কী কারণে কলঙ্ক হার দিলে উপহার!
শাওনে আসিবে ফিরে বলে গেলে তা
শাওন আসিল ফিরে তুমি এলে না,
পথ চেয়ে বসে থাকি গোমতীর তীরে
আসছে শাওনে যদি তুমি আসো ফিরে।