1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:২২ পূর্বাহ্ন

শিরোনাম – নর রূপে নারায়ণ কলমে -নিতাই শর্মা তারিখ – ০৫-০৭-২০২৫

  • প্রকাশিত: শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

শিরোনাম – নর রূপে নারায়ণ
কলমে -নিতাই শর্মা
তারিখ – ০৫-০৭-২০২৫

নররূপে নারায়ণ বিরাজে ভুবনে,
বিশ্বের সর্বত্র তার অবস্থান,
যেথায় মানুষ কর্মযজ্ঞে লিপ্ত সেথায়,
তিনি করেন সদা সহাবস্থান।

মানুষ ঈশ্বরের সন্তান ধনী নির্ধন ভেদে ,
প্রতিটি অন্তরে তার বাসস্থান,
নররূপী নারায়ণকে অমর্যাদা করলে,
ঈশ্বর তাতে খুব দুঃখ পান।

দরিদ্র নর নারায়ণে অবজ্ঞা করে ,
মন্দির মসজিদ গড়া হলে,
সেথায় ঈশ্বর থাকতে পারেন না,
চলে যান তিনি কর্মস্থলে।

ভাদ্রের চড়া রোদ আর শ্রাবণের ধারা,
মাথায় নিয়ে যারা অন্ন যোগায়,
তাদের মধ্যেই ঈশ্বর বিরাজ করেন,
তারাই জগতে মানুষের সহায়।

যারা ইট পাথর ভাঙে রাস্তার পাশে,
যাদের শ্রমে সম্পদ গড়ে,
মানুষের সেবায় নিজেকে উৎসর্গ,
ঈশ্বর সেথায় বিরাজ করে।

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট