1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৩:২৫ পূর্বাহ্ন

শিরোনাম – দূষণের শিকার বসুন্ধরা কলমে -নিতাই শর্মা তারিখ -০৯-১১-২০২৪

  • প্রকাশিত: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১০৯ বার পড়া হয়েছে

শিরোনাম – দূষণের শিকার বসুন্ধরা
কলমে -নিতাই শর্মা
তারিখ -০৯-১১-২০২৪

মানুষের কৃতকর্মের ফলে বিপন্ন বসুন্ধরা,
নিয়ত ধরায় বেড়ে চলেছে দূষণের মাত্রা।
সবুজ বন বনানী ধরায় প্রাণের স্পন্দন,
লোভাতুর মানুষ অবাধে করছে বৃক্ষচ্ছেদন।

গাছপালা বৃষ্টি আনয়ন করে ধরার পরে,
বৃক্ষহীন ধরায় অনাবৃষ্টি খরা সৃষ্টি করে।
বনভূমির ধ্বংস শিল্পায়ন আর নগরায়নে ,
সবুজ ধরা আজ মরুপ্রায় ধূসর বরণে।

জল স্থল বায়ু অত্যাবশ্যকীয় জীবনে ,
বিষময় প্রভাব পড়েছে দূষণের কারণে।
নিত্য নতুন রোগবালাই বেড়েই চলেছে,
স্বাস্থ্য সুরক্ষায় দূষণ ব্যাঘাত ঘটাচ্ছে।

বিশুদ্ধ পানীয় জল নেই আজ আর,
অসংখ্য মানুষ বায়ু দূষণের শিকার।
শ্বাসকষ্ট ব্রঙ্কাইটিস রোগের কারণ,
অত্যধিক ধূমপান আর বায়ুদূষণ।

মাটির দূষণ হচ্ছে রাসায়নিক সারে,
বন্ধ্যা ভূমি হচ্ছে কীটনাশক ব্যবহারে।
সবুজ শাকসবজি আজ নিরাপদ নয়,
বেশির ভাগ শাক সবজি হয় বিষময়।

অসংখ্য মানুষের চাহিদা পূরণের তরে,
অধিক ফসল উৎপাদনের তাগিদ বাড়ে।
রোগ বাড়ে অখাদ্য সুখাদ্য আহার করে,
মানুষ নিজের পায়ে নিজে কুড়াল মারে।

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট