1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন

শিরোনাম : দুখু মিয়া কলমে : কাজী শিবলী সাদিক তারিখ :১৯/০৫/২০২৫

  • প্রকাশিত: রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

শিরোনাম : দুখু মিয়া
কলমে : কাজী শিবলী সাদিক
তারিখ :১৯/০৫/২০২৫

দুখুমিয়ার দুঃখের কথা,
করি কবিতায় বচন।
শিশুকালে পিতৃহারা মাতৃহারা।
করেছেন অভাব কৃষ্ট জীবন যাপন।

কখনো মক্তব পাঠশালায় চাকুরী,
কখনো বা রুটি দোকানে,
সেখান থেকে চলে গেলেন দরিরামপুরে,
সেইখানেতেই ভর্তি হলেন ছোট্ট একটি বিদ্যাপীঠে।

অভাব কৃষ্ট দুঃখ মিয়ার , বিদ্যা হলো না পরিপূর্ণ।
প্রাপ্তি অপ্রাপ্তি জীবনী তাহার,
করি ব্যঞ্জন কাব্য সৃজনে।

দুখু মিয়ার দুঃখের কথা,
জানে বিশ্ব লোকে ।

কাব্য সৃজনে ছিল মনোযোগী,
সাহিত্য ছিল প্রাণ,।
সেই সৃজনে গুণী দুখু মিয়া।
হয়েছেন মহীয়ান, জাতীয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম।

বিদ্রোহী কবিতার সৃজনে, আমরা তাকে,
দিয়েছি বিদ্রোহী কবি সম্মান।
রচিয়েছেন বিদ্রোহী সংগীত রণসংগীত
আরো শ্যামা সংগীত।
সংগীত প্রিয় মানুষগুলো ,কবির স্মরণে গায় নজরুল সংগীত।

দুখু মিয়ার দুঃখের কথা লিখব কত আর,
তাহার প্রাণের বুলবুলিটি ঘুমিয়ে গেছে যখন,।
অভাবকৃষ্ট দুঃখমীয়া, তখনও লিখছেন ছড়া গান,”ঘুমিয়ে গেছে আজ আমার গানের বুলবুলিটি”

কাব্য প্রেমিক দুুখু মিয়ার, কাব্য ছিল নৃত্য সঙ্গী।
সেই প্রেমের বাঁধনে আজ, তিনি আমাদের জাতীয় কবি।

শ্রদ্ধা করি সম্মান করি, কবি জন্মদিনে,
আজি আমি লিখছি যাহা, দিলাম তাহা,
শ্রদ্ধেয় জাতীয় কবির চরণে।

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট